আমার স্যামসাং নোট টেন ফোনটি আমার হাত থেকে পড়ে গিয়ে ক্রেক হয় পরবর্তীতে ফোন ঠিকভাবে চললেও একসময় মাঝখানের দাগ দাগ দেখা দিয়ে পুরো স্কিন কালা হয়ে গেছে এখন ডিসপ্লে তে কিছু বোঝা যায় না কিন্তু টাচ দিলে কাজ করে এরকম শব্দ বোঝা যায় ডিসপ্লে শুধু কালা হয়ে থাকে আমি চাচ্ছি ডিসপ্লেটার নতুন করে রিপ্লেসমেন্ট করতে নতুন ডিসপ্লের দাম কিরকম হতে পারে এবং কোথায় পাওয়া যাবে একটু বিস্তারিত বলেন।